জাপানে জব ভিসা ক্যাটেগরিতে যাওয়ার জন্য আবেদন প্রক্রিয়াঃ
- (২) মাস মেয়াদী জাপানিজ ভাষা কোর্সে ভতি হবে। শুধু ব্যসিক ভাষা শিখলেই হবে কোন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে হবেনা। ইন্টারভিউয়ের জন্য স্প্লিকিং লেভেল অবশ্যই ভালো হতে হবে।
- ভাষা শিখার পাশাপাশি ভিসা প্রসেসিং চালানো যেতে পারে। জাপানিজ কোম্পানিগুলো স্ক্যাইপি বা সরাসরি ইন্টার্ভিউয়ে উত্তীর্ণ হতে হবে।
- ভাইভাতে পাশ করলে প্রয়োজনীয় কাগজপত্র কোম্পানিতে পাঠাতে হবে। কোম্পানির ল’ইয়ার বা এইচ আর ডকুমেন্ট যাচাই বাচাই করে ইমিগ্রেশন ল’ইয়ারের নিকট দাখিল করবেন।
- ইমিগ্রেশন থেকে আনুমানিক ৩-৫ মাসের মধ্যে প্রি-ভিসা/ রেসিডেন্ট পারমিট ইস্যু করবে।
- প্রি-ভিসা ও কোম্পানির অন্যান্য কাগজপত্র হাতে পেলে গুলসানের VFS থেকে আপয়নমেন্ট নিয়ে ডকুমেন্ট জমা দিয়ে আসতে হবে।
- জাপান দুতাবাসের নিয়ম অনুসারে ভিসা হাতে পেলে নির্ধারিত তারিখে বিমানের টিকেট ক্রয় করে জাপানের উদ্দেশ্যে গমন নিশ্চিত করতে হবে।
